সুনাগরিক সৃষ্টিতে স্কাউটিং

মো. মুজিবুর রহমান ফারুকী | রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

স্কাউটিং বিশ্বব্যাপী স্বীকৃত একটি সেবামূলক আন্দোলন, যার উদ্দেশ্য হচ্ছে শিশুকিশোর, তরুণতরুণী এবং যুবকযুবতিদের ক্রমোন্নতিশীল প্রশিক্ষণের আওতায় এনে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নয়ন ঘটিয়ে তাদের সৎ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এর সুনিদিষ্ট পরিকল্পনা ও ধারাবাহিক প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে অবসর সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে তারা নিজেদের সুশৃংখল, কর্মঠ, চরিত্রবান, পরোপকারী ও আত্মনির্ভরশীল নাগরিক রূপে নিজেকে তৈরি করতে সক্ষম হয়। তাছাড়া নৈতিক অবক্ষয় রোধে স্কাউট কার্যক্রম অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে।

স্কাউটিং লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহপাঠক্রমিক কার্যক্রম। বিভিন্ন স্কাউটিং কার্যক্রমে কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সচ্চরিত্রবান, চৌকষ, নিয়মানুবর্তিতা, বিনয়ী, কর্তব্যপরায়ন, বন্ধুত্বভাবাপন্ন ও নেতৃত্বের গুণাবলী শিক্ষা অর্জন করে। বিশ্বায়নের যুগেও আমরা যেন বিপদজনক বৃত্তে ঘুরপাক খাচ্ছি। সারা বিশ্বে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। অশান্তি, অসহিষ্ণুতা, হিংসা, হানাহানি ও ধ্বংসের লেলিহান শিখায় জ্বলে পুড়ে মরছে মানবতা। এরই মধ্যে বেড়ে উঠছে আমাদের নব প্রজন্মরা। এর যবনিকাপাত ঘটাতে পারে একমাত্র স্কাউটরা। সব রকমের সংকীর্ণতা, পাপাচার, অন্যায়, আর্ত মানবতার সেবা, দুর্যোগ মোকাবিলায় যোগ্য দেশপ্রেমিক, মানবতাবাদী নাগরিক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে স্কাউট আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য।

পূর্ববর্তী নিবন্ধমানবতা
পরবর্তী নিবন্ধএকান্ত ভাবনা