সুইস এনজিও’র ১৮ কর্মী আফগানিস্তানে আটক

| রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫৬ পূর্বাহ্ণ

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাসিস্টেন্স মিশনের (আইএএম) ১৮ কর্মীকে আটক করেছে তালেবান। গতকাল শনিবার এতথ্য নিশ্চিত করেছে সুইস সংস্থাটি। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, আফগানিস্তানে আমাদের ১৮ কর্মীকে তালেবান গোষ্ঠী আটক করেছে। তাদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন। মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে আইএএম’র কার্যালয় অবস্থিত। সেখান থেকেই ভুক্তভোগীদের তুলে রাজধানী কাবুলে নিয়ে গেছে তালেবানরা। আটকদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা বা সেটি কি ধরনের এমন কোনো তথ্য আইএএম’র কাছে নেই। খবর বাংলানিউজের।

তবে সংস্থা বা কোনো কর্মীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, আমরা সেটি স্বাধীনভাবে পর্যালোচনা করবো। বিবৃতিতে সংস্থাটি আরও জানিয়েছে, আমরা স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতিকে মূল্যায়ন এবং সম্মান করি। আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবান গোষ্ঠী এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, চোখের যত্নের ব্যাপারে ১৯৬৬ সাল থেকে ইন্টারন্যাশনাল অ্যাসিস্টেন্স মিশন আফগানিস্তানে কাজ করছে। পরবর্তীতে স্বাস্থ্য ও শিক্ষা খাত নিয়ে কাজ শুরু করে সুইস সংস্থাটি।