আমরা দৈনন্দিন জীবনে চলার পথে কত রকমের মানুষ দেখতে পাই। এই যেমন– আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ পাশ দিয়ে হেঁটে যাওয়া লোকটি আপনার নাকে মুখের সামনে কোনও প্রকার সুরক্ষা ছাড়া হাঁচি কাশি দিয়ে চলে গেল, অথবা পাশে নালানর্দমা থাকার সত্ত্বেও পরিচ্ছন্ন রাস্তায় এক পোটলা কফ–থুথু ফেলতে গিয়ে আপনার গায়ে এসে পড়ল! কিংবা আপনি পাবলিক বা লোকাল গাড়ি করে কোথাও যাচ্ছেন, মাঝপথে আপনার সামনের যাত্রি নেমে যাওয়ায় আসন খালি হল। দেখবেন আপনাকে পিছন থেকে ঠেলে অন্য লোক একটা এসে বসে গেল! অথবা আপনি বাসের সিটে বসে যাচ্ছেন, আপনার পিছনে বা সামনের সিটে বসা লোকটি জানালার কপাট এমন ভাবে বন্ধ বা খুলে দিল, আপনি গরমের দিন হলে রোদে পুড়ে যাচ্ছেন, শীতকাল হলে ঠাণ্ডায় হিম হয়ে যাচ্ছেন, আর বর্ষা হলে পানিতে ভিজে যাচ্ছেন! কিংবা আপনি গাড়িতে উঠার জন্যে লাইনে দাঁড়িয়েছেন, পিছন থেকে কয়েকজন আপনাকে ঠেলে ধাক্কা দিয়ে আগে উঠে গেল। এমন স্বার্থপরতা কাজগুলো কেবল দুয়েকটা নয়, ঘরে বাইরে বিভিন্ন রকমের অনিয়ম বিশৃঙ্খলা হাজার হাজার দেখতে পাই। নিজের ঐকান্তিক ইচ্ছা শক্তি আর প্রবল প্রচেষ্টার মাধ্যমে এ সমস্ত খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়া বাঞ্ছনীয়। কারণ স্মাট বাংলাদেশের নাগরিক হতে গেলে কেবল পোশাকে আশাকে নয়, আচার আচরণ আর অভ্যাসেও স্মার্ট হতে হবে।