পার্বত্য নাইক্ষ্যংছড়িতে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তা প্রদানে এগিয়ে এসেছেন ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভ্যন্তরীণ সন্ত্রাস দমন এবং জোনের আওতাধীন এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙ্গালিদের মধ্যে সমপ্রীতি উন্নয়নে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই এ সহায়তা দিয়েছেন ।
বিজিবি সূত্র জানান,সদর দপ্তর বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের নির্দেশে বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে গবাদিপশু বিতরণ করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি জোনের কমান্ডার লে. কর্নেল শাহ আবদুল আজীজ আহমেদ উক্ত গবাদিপশু হতদরিদ্রদের কাছে হস্তান্তর করেন গতকাল সোমবার। সূত্র জানান, এ মানবিক সহায়তার মাধ্যমে এলাকার পাহাড়ি ও বাঙ্গালির মাঝে সৌহার্দ ও সমপ্রীতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজিবি । এ সময় উপস্থিত ছিলেন অত্র জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মু. জাহিদুল ইসলাম ভূঁঞাসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব নেতৃবৃন্দ।