শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় যুবরাই মূল চালিকা শক্তি

জাতীয় যুব দিবস উদযাপনে বক্তারা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গতকাল সোমবার গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচি’র ‘উন্নয়নে যুব সমাজ’ কার্যক্রমের আওতায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ঘাসফুল ডিরেক্টর (অপারেশন) মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ৪নং গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুজিবুর রহমান মুজিব। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন কৃষক সমিতির সভাপতি এহসানুল হক, প্রধান শিক্ষক (অব.) মাস্টার মো. শফিউল আলম. সমাজসেবক এসএম সরওয়ার্দী। উপস্থিত ছিলেন ইউপি মেম্বার আয়শা আমেনা, ইউপি মেম্বার মো. জামাল উদ্দিন, ইউপি মেম্বার বিন্দু ভূষণ বড়ুয়া, মাস্টার মো. ফরিদ আহমদ, মাস্টার মো. মুছা ও ইউপি সচিব মো. আবু তৈয়ব। সভা শেষে এক র‌্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মোহাম্মদ আরিফ।
বক্তারা বলেন, সমপ্রীতিময় শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় যুবরাই মূল চালিকা শক্তি। তাই যুবসমাজকে হতে হবে দক্ষ ও প্রশিক্ষিত। মেধা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশকে গড়ে তুলতে প্রশিক্ষিত যুব সমাজের বিকল্প নেই। সাতকানিয়া : দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল সোমবার সাতকানিয়ায় জাতীয় যুব দিবসের এক র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। দ্বিতীয় পর্বে এক আলোচনা সভা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তানভীরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের। বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা প্রতাপ ধর, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ নবাব মিয়া,আবু বক্কর মেহেদী প্রমুখ। শেষে সাতকানিয়া যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিভিন্ন খামারিদের নিকট ৪ লক্ষাধিক টাকা ঋন প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধহাজতবাস বাদ দিয়ে সাজার মেয়াদ কার্যকরের নির্দেশ
পরবর্তী নিবন্ধসীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তায় বিজিবি