দল ও নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সীতাকুণ্ড পৌর বিএনপির তিন নেতাকে শোকজ করা হয়েছে। গত বৃহস্পতিবার সীতাকুণ্ড পৌর বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন ও সদস্য সচিব মো. ছালে আহম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দেয়া হয়। শোকজ প্রাপ্তরা হলেন– সীতাকুণ্ড পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মোজাহের উদ্দিন আশরাফ, সদস্য মো. খোরশেদ আলম ও মো. শহিদুল্লাহ। শোকজ নোটিশে বলা হয়, বিভিন্ন জাতীয় দিবসে ও সীতাকুণ্ড পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেনের বিনা অনুমতিতে ভিডিওর মাধ্যমে অপপ্রচার করে তার রাজনীতি, ব্যক্তিগত মর্যাদাহরণ করেন এবং পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পত্রিকায় ও ফেসবুকে অপপ্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করেছে। যা দলের শৃঙ্খলা বিরোধী ও গঠনতন্ত্র পরিপন্থী। তাই কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে ৭২ ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।










