সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি সেবা প্রদানের লক্ষ্যে মাঠে রয়েছেন। ঘটনাস্থল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে নানা ধরনের সেবা প্রদান করেছেন।
চসিক মেয়র : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী শনিবার রাত ২টায় চমেক হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় দ্রুত চিকিৎসা প্রদানে মেডিকেলের ডাক্তারদের আহ্বান জানান। মেয়র চসিকের পক্ষ থেকে ঔষুধ, চিকিৎসা সামগ্রী প্রদান করেন। আহতদের চিকিৎসায় চসিকের ডাক্তার ও নার্সদের এগিয়ে আসার নির্দেশনা প্রদান করেন। এছাড়া চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটকে প্রয়োজনীয় রক্ত সরবরাহের নির্দেশনাও প্রদান করেন।
আবদুচ ছালাম : দুর্ঘটনায় আহতদের দেখতে মেডিকেলে যান মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম। এ সময় তিনি দুর্ঘটনায় আহতদের মানবিক সহায়তা দিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্বেচ্ছাসেবী টিমের কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
সাবেক মেয়র মনজুর আলম : গতকাল সকালে মনজুর আলমের অর্থায়নে চমেক হাসপাতালে অগ্নিকাণ্ডে আহত রোগী ও তাদের স্বজনদের মাঝে খাবার, পানি ও ঔষধ বিতরণ করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে ও আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গতকাল বাদ আছর সীতাকুণ্ডের সোনাইছড়ির কাশেম জুট মিলস সংলগ্ন বিএম কন্টেনার ডিপোশে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য নগরির উত্তর কাট্টলীস্থ মোস্তফা হাকিম কলেজে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চেম্বার সভাপতি : দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম গতকাল সকালে চমেক হাসপাতালে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির বিস্তারিত খোঁজ নেন, আর্থিক সহায়তা প্রদান করেন। মাহবুবুল আলম দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিটাগাং চেম্বারের পক্ষ থেকে আর্থিক সহাযোগিতা প্রদানের ঘোষণা করেন।
সিপিবি : সিপিবি নেতারা চমেক হাসপাতালে আহতদের দেখতে যান এবং মানবিক সহায়তায় অংশ নেন। এ সময় জনবসতিপূর্ণ এলাকা থেকে বিএম ডিপোসহ সকল কন্টেনার ডিপো সরানো, সাধারণ পণ্য ও রাসায়নিক দাহ্য পদার্থের কন্টেনার আলাদা ডিপোতে রাখার ব্যবস্থা করার দাবি জানান তারা। এছাড়া বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ২৫ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি জানান সিপিবি নেতারা।
চবি এলামনাই : চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দগ্ধদের চিকিৎসার্থে মানবিক সহায়তা প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন। প্রায় ৫ লাখ টাকার ওষুধ সহায়তা দিতে গঠিত আপদকালীন ফান্ড থেকে জরুরি ওষুধ সংগ্রহ করা হয়। গতকাল রাত ৯টায় সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের নেতৃত্বে চবি এলামনাই প্রতিনিধি দল চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালিক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানের কাছে এসব ওষুধ হস্তান্তর করেন। এ সময় ব্রিগেডিয়ার শামীম এই ধরনের তড়িৎ মানবিক সহায়তার জন্য চবি এলামনাই এসোসিয়েশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
যুব রেড ক্রিসেন্ট : যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব স্বেচ্ছাসেবকরা সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা, প্রাথমিক চিকিৎসা সেবা, উক্ত স্থানে শৃঙ্খলা রক্ষা এবং চমেক হাসপাতালে মৃতদেহ শনাক্তকরণে সহযোগিতা, শঙ্খলা রক্ষা, আহত রোগীদের হাসপাতালে স্থানান্তরে সহযোগিতা, সেবা প্রদান করা, বিনামূল্যে ওষুধ প্রদান এবং পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন কার্যক্রমের আওতায় নিখোঁজ বা স্বজনের যোগাযোগে কার্যক্রম পরিচালনা করছেন।
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু বলেন, অগ্নিকাণ্ডে সেবা প্রদানের লক্ষ্যে ২০০ জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম সমাপ্ত না করবে ততক্ষণ পর্যন্ত মাঠে রয়েছে যুব স্বেচ্ছাসেবক।
নিষ্ঠা ফাউন্ডেশন : নিষ্ঠা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা শনিবার রাত থেকে অগ্নিকাণ্ডে আহত চমেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করে যাচ্ছেন। রোগীদের এ্যাম্বুলেন্স সেবা, প্রয়োজনীয় ওষুধ ও খাদ্যপানীয় সরবরাহ, অঙিজেন সিলিন্ডারসহ প্রাথমিক চিকিৎসা সেবা, শৃঙ্খলা রক্ষা, চমেক হাসপাতালে মৃতদেহ শনাক্তকরণে সহযোগিতা, আহত রোগীদের হাসপাতালে স্থানান্তরে সহযোগিতাসহ নানা সেবা প্রদান করছেন। রোববার সেবা কার্যক্রম পরিদশনে চমেক হাসপাতালে যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুর হোসাইন, ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান এম এ সবুর, আজীবন সদস্য ডা. শহীদুল্লাহ চৌধুরী, অধ্যাপক নিলাদ্রী কুমার দে, আবু বকর ছিদ্দিক।
এ বিষয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুর হোসাইন বলেন, বর্তমানে ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩টি এ্যামুলেন্স শনিবার রাত থেকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে। এছাড়া আবুদুল্লাহ আল মামুনের নেতৃত্বে প্রতি ওয়ার্ডে ২ জন করে আমাদের মোট ৫০ জন স্বেচ্ছাসেবক চমেক হাসপাতালে রোগীদের দেখভালে নিয়োজিত আছেন।
গাউসিয়া কমিটি : সীতাকুণ্ডে স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ে মানবতার পাশে দাঁড়িয়েছে গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিম। কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ারের নেতৃত্বে ২ হাজার স্বেচ্ছাসেবী, ৫টি অ্যাম্বুলেন্স শনিবার রাত ১১টা থেকে আগুনে দগ্ধ মানুষকে উদ্ধারসহ চট্টগ্রাম মেডিকেলে এনেছেন। এড. বখতিয়ার বলেছেন তাদের টিম ঘটনাস্থল থেকে ২৯টি লাশসহ একশতাধিক আহত মানুষ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে নিয়েছেন। এ ছাড়া সংগঠনটির পক্ষ থেকে রক্তদান, খাবার ও ওষুধ বিতরণসহ নানা প্রকার সহযোগিতা করা হচ্ছে। এসময় বখতিয়ারের সাথে সহযোগিতায় ছিলেন, আহসান হাবীব চৌধুরী হাসান, এরশাদ খতিবী, তছকির আহমদ, মাওলানা আবদুল্লাহ, জসিম উদ্দিন, মাওলানা ইলিয়াছ, এড. জাহাঙ্গীর প্রমুখ।
নগর যুবলীগ নেতৃবৃন্দ : সীতাকুণ্ডে বিএম কন্টেইনার টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু সহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান নেতৃবৃন্দ। এসময় আহত স্বজনদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য পানীয় বিতরণ করেন মহিউদ্দিন বাচ্চু। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদ নেওয়াজ, মো. শাহজাহান চৌধুরী, সরোয়ার মোর্শেদ কচি, এড. মো. নোমান চৌধুরী, এহসানুল আজিম লিটন, সরোয়ার জাহান, সাইফুল ইসলাম, মাসুদ রেজা, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, ডা. অং সুইপ্রু মার্মা, ডা. রাজীব পাল, সৌরুপ বিকাশ বড়ুয়া বিতান, প্রভাষক ববি বড়ুয়া, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমেদ দিঘল, আব্দুর রাজ্জাক দুলাল, আসহাব রসুল জাহেদ, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, রতন মল্লীক, তৌফিক আহমদ চৌধুরী, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকী, ইসতিয়াক আহম্মদ চৌধুরী, আব্দুল ওয়াজেদ খান রাজীব, আবুল বশর, আরিফুল ইসলাম মাসুম, মো. হিরু, এড. সৈয়দ রবি, মো. সাইফুল করিম, ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেল, মো. রুবেল, শহীদুল ইসলাম শহীদ, সাজ্জাদ আলী, লিটন প্রমুখ।