সীতাকুণ্ডে ৫০ জন বৃদ্ধকে লাঠি উপহার

| মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন মুরাদপুর উন্নয়ন সোসাইটি ঈদ উপলক্ষে একগুচ্ছ সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। গত ২০ জুলাই মুরাদপুর ক্লাবে ৫০ জন বৃদ্ধকে লাঠি উপহার দেওয়া হয়।
গ্রামের মানুষকে সচেতন করে গড়ে তুলতে ইউনিয়নের ৩২টি চায়ের দোকানে দৃষ্টিনন্দন কাপ উপহার দেওয়া হয়। রাতের আঁধারে মানুষের চলাচলে যাতে অসুবিধা না হয় সেই জন্য এলাকার অন্ধকারাচ্ছন্ন জায়গাগুলোর রাস্তায় লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছে ইউনিয়নের ফেসবুক ভিত্তিক সংগঠন ‘শেকড়ের টানে’ গ্রুপের ভলান্টিয়াররা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবক্ষব্যাধি হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তর করুন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে করোনা ও উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু