বক্ষব্যাধি হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তর করুন

জরুরি চিকিৎসাসেবা প্রদানকালে ডা. শাহাদাত

| মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, এখন চট্টগ্রামের সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালে বেড খালি নেই। গাছপালা না কেটে, পরিবেশ ধ্বংস না করে সিআরবি ঐতিহ্যমণ্ডিত এলাকাকে সুন্দর রেখে বর্তমানে রেলওয়ের যে স্থাপনায় বক্ষব্যাধি হাসপাতাল রয়েছে সেটাকে অত্যাধুনিক কোভিড হাসপাতাল রূপান্তরিত করা সম্ভব এবং সেটাই এখন দরকার। সিআরবিতে যেহেতু একটি বক্ষব্যাধি হাসপাতাল আছে সেই হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তর করা জরুরি।
তিনি গতকাল সোমবার দলীয় কার্যালয়ে জরুরি চিকিৎসা সেবা তদারকি করতে এসে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন -সাংবাদিক জাহিদুল করিম কচি, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. কাজী মাহবুবুল আলম, ডা. সারোয়ার আলম, কোতয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, আসাদুর রহমান টিপু, মাইনুদ্দিন খান রাজিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিনাজুরীতে বৃক্ষরোপণকর্মসূচি উদ্বোধন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৫০ জন বৃদ্ধকে লাঠি উপহার