সীতাকুণ্ডে ৩২১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

| শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৮:৪৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড থেকে পৃথক দুই অভিযানে ৩২১ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব৭ চট্টগ্রাম। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর সোয়া ৪টার দিকে র‌্যাব৭ সীতাকুণ্ড সলিমপুর এলাকায় ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন

 

করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দেন র‌্যাব সদস্যরা। মাইক্রোবাস থামার সাথে সাথে ড্রাইভিং সিট থেকে নেমে পালানোর চেষ্টাকালে ছাগলনাইয়া দক্ষিণ আধারমানিক মৃত নুরুল হুদার পুত্র আবু তাহেরকে (৪১) আটক করে র‌্যাব সদস্যরা। পরে গাড়ির সামনের ইঞ্জিন

কাভারের নিচ থেকে ২টি পাটের বস্তার ভিতর থেকে ২২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ২১ হাজার টাকা। খবর বাসসের। এদিকে, গত বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ডে অপর এক অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকাল

১১টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশিকালে একটি বাসকে সংকেত দিয়ে থামায় র‌্যাব। এ সময় হাতে একটি ট্রাভেল ব্যাগসহ বাস থেকে নেমে পালানোর চেষ্টাকালে মীরসরাই মধ্যম ওয়াইতপুরের মৃত নুরুল হকের পুত্র আব্দুল করিমকে (৩৫)

আটক করা হয়। আটক ব্যক্তির ব্যাগ হতে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ টাকা। উভয় ঘটনায় আসামি এবং উদ্ধার মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।