সীতাকুণ্ডে লরি উল্টে রিকশাকে চাপা, গৃহবধূ নিহত

সড়ক বন্ধ করে স্থানীয়দের বিক্ষোভ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১০:১৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে লরির চাপায় পিষ্ট হয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাড়বকুণ্ডের মান্দারীটোলা সী-সড়কে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম (৪২) একই এলাকার ইমাম শরীফের বাড়ির আজিজুল হকের মেয়ে ও আব্দুর রাজ্জাকের স্ত্রী। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক বন্ধ করে লরি চালকের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে বিক্ষোভ করে। এসময় কয়েকটি গাড়িও ভাঙচুর করে তারা। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাজার করে রিকশা যোগে বাড়ি ফিরছিলেন ফিরোজা বেগম।
এসময় পেছন দিক থেকে আসা একটি লরি এবড়ো থেবড়ো সড়কের কারণে উল্টে গিয়ে রিকশার উপর পড়লে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপর লরি চালক পালিয়ে যায়। এতে দীর্ঘ এক ঘণ্টা লরির নিচে গৃহবধূর লাশটি পড়েছিল। এসময় শত শত এলাকাবাসী সেখানে জড়ো হয়ে লরি চালকের শাস্তি দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, ওই রাস্তা দিয়ে অনেকগুলো গ্যাস কোম্পানির গাড়ি যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় এবড়ো থেবড়ো সড়কের কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই রিকশার উপর গিয়ে পড়ে। এতে চাপা পড়ে গৃহবধূ নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা ট্রাফিক পুলিশের মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধপাপিয়া দম্পত্তির বিরুদ্ধে প্রতিবেদন ২৮ জানুয়ারি