পাপিয়া দম্পত্তির বিরুদ্ধে প্রতিবেদন ২৮ জানুয়ারি

অবৈধ সম্পদের মামলা

| মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১০:১৭ পূর্বাহ্ণ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলার প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৮ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
গতকাল সোমবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন। খবর বাংলানিউজের। এর আগে ৪ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে পাপিয়া দম্পতির বিরুদ্ধে মামলাটি করেন। দুদক আইনের ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলাটি করা হয়। মামলায় পাপিয়ার বিরুদ্ধে প্রায় ছয় কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে লরি উল্টে রিকশাকে চাপা, গৃহবধূ নিহত
পরবর্তী নিবন্ধদুদকের ডাকে সাড়া নেই এলএ শাখার ৪ কর্মকর্তার