সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন আহত

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৪ মে, ২০২৪ at ৮:৪২ অপরাহ্ণ

সীতাকুণ্ড পৌর সদর এলাকায় একটি সাত তলা ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ছয় জন আহত হয়েছে। আজ শনিবার বিকাল আনুমানিক ৩টার দিকে পৌরসদরের মধ্যম মহাদেবপুর কলেজ রোডস্থ সংলগ্ন সৈয়দপুর টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এদিকে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ধোঁয়ায় এদিক-ওদিক ছোটাছুটি করার সময় ৬ জন আহত হয়েছেন।

সূত্রে জানা যায়, এদিন বিকাল আনুমানিক ৩টার দিকে পৌরসদরের মধ্যম মহাদেবপুর কলেজ রোডস্থ এলাকায় অবস্থিত ৭ তলা বিশিষ্ট ভবন সৈয়দপুর টাওয়ারের ৫ম তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে মহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুরো ভবন ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।

এ সময় ছোটাছুটি করতে গিয়ে ৬ জন আহত হন। আহতরা হলেন রুমা আক্তার (৩৮), মমিতা আফরোজ (২৬), আব্দুল্লাহ বিজয় (৯), রহমান বিনয় (২), খলেদা বেগম (৫৫) ও আবুল হাসেম (৪৮)।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘন্টা জোর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই।

আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আর সেখানে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করেছি। তিনি আরও বলেন, আসলেই ভবনটির অগ্নি নির্বাপক ব্যবস্থা ভালো নয়। ফলে বড় ঘটনাও ঘটতে পারত। তবে তা হয়নি। ভাগ্যক্রমে তেমন বড় ধরনের ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুর সাথে কক্সবাজার ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল রাঙ্গুনিয়ার যুবকের
পরবর্তী নিবন্ধউপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বান্দরবানে বিএনপির ৫ নেতা বহিস্কার