সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী ও এক পথচারির মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ছলিমপুর বাংলাবাজারবায়োজিদ লিংক রোডে ও সীতাকুণ্ড পৌর পৌরসভার উত্তর বাইপাস এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, ভোরে ছলিমপুর বাংলাবাজারবায়োজিদ লিংক রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত টেক্সির দুই যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. মনির (৪৮) ও বগুড়ার শাহাজানপুর থানার মো. দিলদার পাইকারের ছেলে মোহাম্মদ জিয়াউর রহমান (৪০)। এ ঘটনায় গুরুতর আহত হন টেক্সিচালক কালু শাহ মাজার এলাকার বাসিন্দা মো. শহীদ (৩২)। এছাড়া সীতাকুণ্ড পৌরসভায় অজ্ঞাত গাড়ির চাপার অপর এক পথচারি (৪৬) নিহত হয়েছে। তবে নিহত পথচারির নাম ঠিকানা পাওয়া যায়নি।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মাসুদ রানা বলেন, ভোরের দিকে একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়। কাভার্ডভ্যান এবং সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে রাখা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ভোরে সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। একেই দিন ভোরের দিকে উপজেলার পৌরসদরের উত্তর বাইপাস এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারি নিহত হয়। পুলিশ লাশটি উদ্ধার করে চমেক মর্গে প্রেরণ করে। তবে নিহত পথচারির নাম ঠিকানা পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ভূমিহীনদের জন্য অনন্য এক আবাসন
পরবর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি টেক্সির দাপট