সীতাকুণ্ডে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৪০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পুকুরের পানিতে পড়ে জান্নাতুল সাবিহা (১) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পৌরসদরস্থ শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে একই এলাকার মো. তৌহিদুল ইসলামের কন্যা। নিহত সাবিহার মামা জানান, দুপুরে পরিবারের সদস্যদের অলক্ষ্যে ঘরের সাথে লাগোয়া পুকুরে পড়ে যায় তার ভাগ্নি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে তার বোন ও পরিবারের অন্য সদস্যরা খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে শিশু সাবিহাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, দুপুর দেড়টার দিকে পরিবারের লোকজন শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরেয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটিতে মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ