জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার আমির তৌহিদুল হক চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তৌহিদুল হক চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা আমির তৌহিদুলের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা আছে ৩৪টি। এর মধ্যে ১৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।
ওসি তোফায়েল আহমেদ বলেন, ২০১৩-১৪ সালে তৌহিদুল হক চৌধুরীর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ব্যাপক নাশকতা হয়েছে। পুলিশ তাঁকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।
পুলিশ সূত্র জানায়, তৌহিদুলের বাড়ি সীতাকুণ্ড পৌর সদরের নামার বাজার এলাকায়। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বেশির ভাগই নাশকতার অভিযোগে করা। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।