কোমর-জুতা-পায়ুপথে ৩২ সোনার বার

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ১:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ৩২টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও শুল্ক অধিদপ্তরের সদস্যরা।

আজ বৃহস্পতিবার সকালে জিয়া উদ্দিন নামে ২৫ বছর বয়সী ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

গ্রেফতার জিয়া উদ্দিনের বাড়ি হাটহাজারি উপজেলার এনায়েতপুরে। দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে তিনি সকালে চট্টগ্রামে পৌঁছান।

কাস্টমস গোয়েন্দা ও শুল্ক অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাইফুর রহমান বলেন, “ওই ফ্লাইটের ২৮-বি আসনের যাত্রী জিয়া উদ্দিনকে ‘গোপন সংবাদের ভিত্তিতে’ আটক করা হয়। তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় ১৫টি এবং জুতার ভেতর থেকে আটটি স্বর্ণের বার জব্দ করা হয়। পরে এক্স-রে করিয়ে তার পায়ু পথে আরও স্বর্ণের বার রাখার প্রমাণ পাওয়া পাওয়া যায়। তখন আরও নয়টি বার জব্দ করা হয়।”

গ্রেফতার জিয়া উদ্দিনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে বলে জানান সাইফুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধহয়রানিমূলক মামলা না করতে ১৬ থানার ওসিকে নির্দেশ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে জেলা জামায়াতের আমির গ্রেপ্তার