সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। তবে ট্রেনের জানালার কাঁচ ভেঙে গেছে বলে জানিয়েছে রেল পুলিশ।
খবর পেয়ে ট্রেনে পাথর ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড রেল পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সাইফুল ইসলাম (৩৯)। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তিনি ভবঘুরে ও বিভিন্ন রেলস্টেশন এলাকায় থাকেন বলে জানা গেছে। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের হয়েছে।মামলার বাদী এএসআই মঞ্জুরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মেইল ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন এলাকা পার হচ্ছিল। এ সময় সাইফুল ট্রেনটিতে একাধিক পাথর ছুঁড়ে মারে। রেলগেটের নিরাপত্তা প্রহরীসহ স্থানীয় লোকজন সাইফুলকে পাথর ছুঁড়ে মারতে দেখে। খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে বিডিনিউজ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে পাথর ছোড়ার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় স্টেশনের আউটার থেকে পাথরসহ তাদের ‘হাতেনাতে’ আটক করা হয়। আখাউড়া রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দুই তরুণ হলেন আখাউড়া উপজেলার আলাউদ্দিন (২৩) ও নবীনগর উপজেলার জাবেদ মিয়া (২১)। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।