সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গাড়ি চাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল মোনাফ (৬৭)। তিনি সীতাকুণ্ড উপজেলার নতুনপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের নূর আহম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড হাই স্কুল সংলগ্ন এলাকার মহাসড়ক পার হচ্ছিল পথচারী আব্দুল মুনাফ।
এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।