সীতাকুণ্ডে অপহৃত স্কুল ছাত্রী কুমিল্লায় উদ্ধার

যুবক আটক

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড থেকে অপহৃত দশম শ্রেণির এক ছাত্রীকে গত শনিবার কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৭ এর একটি টিম। এ ঘটনায় রফিকুল ইসলাম রাফি (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাবের ওই টিম। পরে উদ্ধার ওই ছাত্রী ও আটক যুবককে সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়। ১০ জুলাই মেয়ের মা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে ওই মামলায় আটক যুববকে গতকাল রবিবার চট্টগ্রামে আদালতে প্রেরণ করে সীতাকুণ্ড থানা পুলিশ। চলতি বছরের ১০ জুন বাড়ির সামনে থেকে অপহরণের শিকার হয় ওই ছাত্রী। ১১ জুন নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে সীতাকুণ্ড থানায় জিডি করেন মেয়ের মা। আটক রফিকুল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার উত্তর হাইলা ইউনিয়নের কুয়েলপাড়া গ্রামের ভূঁইয়াবাড়ির নুরুল ইসলামের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধমানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ দাফনে গাউছিয়া কমিটি
পরবর্তী নিবন্ধদোষীদের আইনের আওতায় আনার দাবি