সীতাকুণ্ডে অগ্নিদগ্ধদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি সেবা প্রদানের লক্ষ্যে মাঠে রয়েছেন। ঘটনাস্থল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে নানা ধরনের সেবা প্রদান করেছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড : সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুনে অগ্নিদগ্ধ আহত রোগীদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ডের পক্ষে চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার প্রয়োজনীয় ওষুধ সামগ্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগেডিয়ার শামীম হাসানের কাছে গতকাল হস্তান্তর করেন। এ সময় বোর্ড চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড দেশের মানবিক দূর্যোগে কাজকরতে বদ্ধ পরিকর। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক হুমায়ুন কবির।

সরকারি সিটি কলেজ ভিপি : সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুনে অগ্নিদগ্ধ আহত রোগীদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক ভিপি বদিউল আলম রাসেল। এ সময় তিনি তাদের মাঝে খাবার বিতরণ করেন। মঙ্গলবার (৭ জুন) ছাত্র সংসদের সাবেক ভিপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক বদিউল আলম রাসেল চট্টগ্রাম মেডিকেলে পরিদর্শনের সময় আহতদের পরিবারের সঙ্গে কথা বলে সহানুভূতি প্রকাশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন, সিটি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মো. সফিউল আলমসহ অন্যান্য নেতারা।

মহানগর বিএনপি : সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুনে অগ্নিদগ্ধ আহত রোগীদের মাঝে গত মঙ্গলবার (৬ জুন) তারেক রহমানের নির্দেশে আহত রোগীদের মাঝে ওষুধ, খাওয়ার পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়। মহানগর বিএনপির পক্ষে এসব খাদ্য ও পণ্য সামগ্রী বিতরণ করেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন। তিনি বলেন, অতিতেও বিএনপি জণগণের পাশে ছিল সামনেও থাকবে। এই কর্মসূচি চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সেলিম উদ্দীন রাসেল, সেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু, মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সাহেদ, চান্দগাঁও থানার যুগ্ন-আহবায়ক আলী আজম মাসুদ, মোহাম্মদ আসমান, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সত্যজিৎ বড়ুয়া রুপু, সালাউদ্দিন, আব্দুর রহমান, দুখু মিয়া সহ আরো প্রমুখ নেতৃবৃন্দ।

স্বেচ্ছাসেবক লীগ : সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের আহতদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সীতাকুণ্ডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ছুটে আসেন চট্টগ্রাম। স্বেচ্ছাসেবক লীগ নেতারা চট্টগ্রাম মেডিকেল কলেজের ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান কাছে বিস্ফোরণে ক্ষতিগ্রস্থদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিকিৎসার প্রয়োজনীয় ঔষধ ও সার্জিক্যাল সরঞ্জাম, খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার ফারুখ আমজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম আজিম, নাফিউল করিম নাফা, উপপাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, কেন্দ্রীয় সদস্য বোখারী আজম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি হেলাল উদ্দিন, আবুল হাসনাত বেলাল, তসলিম উদ্দীন, মনোয়ার জাহান মনি, দেলোয়ার হোসেন ফরহাদ, মো. সাইফুদ্দীন, আব্দুল আল মামুন, মাসুদ খান, মোহাম্মদ সালাউদ্দিন, দেবাশীষ আচার্য্য, তোসাদ্দেক নূর তপু।

পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ : চট্টগ্রাম মহানগর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিল অনুষ্ঠানটি ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর এম আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ, হুমায়ূন কবির, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ কফিল উদ্দিন, আমির উদ্দিন, ইলিয়াছ বাবুল, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ আলী খান বাহাদুর, হাসান মুরাদ জকু, মোহাম্মদ সালাহ উদ্দিন, মোহাম্মদ নুর উদ্দিন, হাফেজ আহমদ, আবু সৈয়দ, জিয়া উদ্দিন, নজরুল ইসলাম, ডা. সেলিমগীর, মোহাম্মদ ইসমাইল, কাবেদুর রহমান কচি, ডা. শাহীন আরা বেগম, রোকেয়া বেগম, রেহেনা বেগম, নুরজাহান খানম, হামিদা বেগম সোমা, হালিমা বেগম, আঙ্গুরী বেগম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী।

আওয়ামী লীগ নেতৃবৃন্দ : সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের আহতদের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আকবর। গতকাল সকাল থেকে তিনি আহতদের হাতে বিশুদ্ধ পানি, স্যালাইন-ওষুধ, হাত পাখা, লুঙ্গি-তাওয়াল, কলা, জুস ও শুকনো খাবারসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন। এ সময় আ.লীগ নেতা মোহাম্মদ আলী আকবর ছাড়াও উপস্থিত ছিলেন, ওয়ার্ড আ.লীগ নেতা শাহাবুদ্দিন, নটরাজ গুপ্ত, মোহাম্মদ নূরু, সুমন দাস, মোহাম্মদ মেহেদী, মো. রনি, ছাত্রলীগ নেতা মো. জহির, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ হারুন, মো. জিয়া, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ মানিক, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ আরিফ প্রমুখ।
মহানগর যুবলীগ : সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের আহতদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ তার নিজ উদ্যোগে আহতদের চিকিৎসার ঔষুধ, তরলপানি, পুস্টিকর খাবার, প্রয়োজনীয় গ্রুপের রক্তের ব্যবস্থা করে আহতদের সেবা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে তিনি রাতভর আহতের পাশে ছিলেন। তিনি আরও বলেন, ভবিষ্যতেও যুবলীগ দেশের যে কোন সংকট মোকাবেলা নিজেকে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।
আমানত শাহ (রা.) দরবার তানজিমুল মুসলিমিন এতিমখানা : সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে মাগফারাত এবং আহতদের সুস্থতা কামনায় যুবলীগ নেতা নাঈম উদ্দিন খানের ব্যবস্থপনায় বাদ আসর নগরীর আমানত শাহ (রা.) দরবার প্রাঙ্গণে তানজিমুল মুসলিমিন এতিমখানায় কোরান খতম, মিলাদ ও দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ করেন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন, এস এম সাইদ সুমন, আবু বক্কর চৌধুরী, আবুল বশর, মো. রিপন, আরিফুল ইসলাম মাসুম, মো. জুয়েল, এড. সৈয়দ রবি, মো. রুবেল প্রমুখ।

আমানত শাহ (রা.) দরবার : সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের মাগফারাত এবং আহতদের সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে বাদ আসর নগরীর আমানত শাহ (রা.) দরবার প্রাঙ্গণে তানজিমুল মুসলিমিন এতিমখানায় কোরান খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মাসুদ রেজা, হেলাল উদ্দিন, নূরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, আবদুর রাজ্জাক দুলাল, আবু বক্কর চৌধুরী, রতন মল্লিক, আলমগীর আলম, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামিম, শাহেদুল ইসলাম শাহেদ প্রমুখ।

আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংক : আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের উদ্যোগে সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতায় খতমে কোরআন ও দোয়া মাহফিল গতকাল পতেঙ্গার ধুমপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন ধুমপাড়া তাকওয়া নুরানী মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল মালেক। এতে উপস্থিত ছিলেন আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক জোবায়ের বাসার, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সংগঠক হাজী নাছির আহমেদ, আওয়ামীলীগ নেতা মিজান গাজী, আ.জ.ম নাছির ব্লাড ব্যাংকের সদস্য সাজ্জাদ, গাজী মামুন, মামুন, সাদু, মিশকাত, মাসুদ, গিয়াস, ইমন, ঈসা, আবুল বশর, ইসমাইল, অভি প্রমুখ।

ওলামা দল: সীতাকুন্ডের কনটেনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল গত ৭ জুন অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহীদুল্লাহ চিশতী। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাজী এম এ হান্নান জিলানী, মাওলানা শহিদুল্লাহ চিশতী, মাওলানা মাহফুজুর রহমান আনিস, মাওলানা ডা. রফিক উল্লাহ হামিদী, হাফেজ আব্দুল করিম ছানুবী, মাওলানা মো. ইলিয়াছ, রাশেল ইকবাল, মাওলানা আতিকুর রহমান ফারুকী, আসাদুর রহমান টিপু, এমতাজুল হক জিল্লু, মাওলানা মাহমুদুল হক চৌধুরী, মাওলানা মহিউদ্দিন পুকুরী, মাওলানা জিয়া উদ্দিন বাবলু, হাফেজ মো. শরাফত উল্লাহ, হাফেজ মো. মনির, মাওলানা মোস্তাফিজুর রহমান, আবদুস সবুর প্রমুখ।

ছিদ্দিক রেজওয়ানা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন: সীতাকুণ্ড বিএম ডিপোতে দগ্ধ রোগীর সেবায় ও মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য গাউসিয়া কমিটি ডবলমুরিং থানা মানবিক টিমের হাতে ছিদ্দিক রেজওয়ানা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা গাউসিয়া কমিটি মানবিক টিমের সমন্বয়ক আব্দুল মালেক, যুগ্ম সমন্বয়ক মুহাম্মদ শাহ্‌ আলম, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, নুরুল আফছার, চারিয়া পাড়া গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রিটন, রাকিব রেজা, ইব্রাহিম আহাদ, মনিরুল ইসলাম মনি, মহিউদ্দিন আহাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচালের মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র : সুজন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান