আনোয়ারা সদরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে অনিশা জুয়েলার্স ও আইটি জোন নামের দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের তালা কেটে চোরের দল দুই দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়।
গতকাল দুপুরে ঘটনাস্থলের পাশের দোকানে ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজে তিন যুবককে দুইটি সিসি ক্যামেরা নষ্ট করতে দেখা গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা পুলিশের কাছে অভিযোগ করেছে। ক্ষতিগ্রস্ত অনিশা জুয়েলার্স মালিক মনোতোষ বলেন, বৃহস্পতিবার মধ্য রাতে একদল চোর দোকানের ৪টি তালা কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়ে দোকানে রক্ষিত ১০ হাজার টাকা মূল্যের গোল্ড প্লেট চুরি করে নিয়ে যায়। আইটি জোনের মালিক মেজবাহ উদ্দীন আরাফাতের অভিযোগ, শুক্রবার আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে।
গতকাল বেলা এগারটায় জানতে পারি আমার দোকান চুরি হয়েছে। এসে দেখতে পাই দোকানের তালা কেটে চোরের দল ভেতরে প্রবেশ করে ১৬টি মোবাইল ও একটি ল্যাপটপ নিয়ে গেছে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।












