ফিফা র্যাংকিংয়ে ১৯৯ নম্বরে থাকা পূর্ব আফ্রিকার দেশ সিশেলসের কাছেও হার মেনেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারা সিশেলস দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ১–১ এ ড্র করে ফিরে গেছে ঘরে। এটা সিশেলসের জন্য বিশাল এক জয় এবং বাংলাদেশের ফুটবলের লজ্জা।
সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১–০ গোলে। গতকাল দ্বিতীয় ম্যাচে সিশেলসের জয়ের ব্যবধানও ঠিক তাই। ৬০ মিনিটে পেনাল্টি থেকে সিরিজে সমতাসূচক গোলটি করেছে সফরকারী দলটি। গোলদাতা ম্যানচিয়েন। সিশেলসের মতো একটা অপেশাদার দলের বিপক্ষে ঘরোয়া লিগে প্রায় কোটি টাকা পাওয়া ফুটবলাররা চুপসে গেলো ফুটো বেলুনের মতো। পুরো মাঠে বাংলাদেশের ফুটবলাররা শুধু ছোটোছুটিই করেছেন। না পেরেছেন ডিফেন্সচেরা পাস দিতে, না পেরেছেন প্রতিপক্ষের পোস্টে ভালো কিছু শট নিতে।