সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ছবি আপলোড এবং ব্যক্তিগত মোবাইলে ছবি ধারণ এবং ব্ল্যাকমেইল করে ধর্ষণের দায়ে সিলেট হতে মো. সুজন মিয়া (২৫) নামের ১ ধর্ষককে আটক করেছে র্যাব। এ সময় ভিকটিম ওই কিশোরীকে উদ্ধার করা হয়। আটক সুজনকে গতকাল সোমবার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, গত বৃহস্পতিবার মোস্তাফিজুর রহমান নামে এক ব্যাক্তি র্যাব-৭ এ অভিযোগ করেন, তার ভাগ্নি (ভিকটিম) বাসা হতে বের হয়ে পরবর্তীতে আর ফিরে আসেনি। উক্ত তথ্যের ভিত্তিতে গত শনিবার সুনামগজ্ঞ জেলার জগন্নাথপুর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন ঐহারদাশ এলাকার মো. দিলু মিয়ার ছেলে মো. সুজন মিয়াকে (২৫) আটক করে ভিকটিমকে উদ্ধার করা হয়।
র্যার আরও জানায়, সে (আটক) কৌশলে ভিকটিমের মোবাইল নাম্বার সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারে ভিকটিমকে বশীভূত করে। এছাড়াও এক পর্যায়ে আসামি কৌশলে ভিকটিমের কিছু ছবি তার মোবাইলে সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দেওয়ার হুমকি দিয়ে এবং নানা প্রলোভন দেখিয়ে ভিকটিমকে অপহরণ করে সিলেটে নিয়ে যায়। উদ্ধার ভিকটিম ও গ্রেপ্তার আসামিকে গতকাল সোমবার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।












