সিলেটে বন্যদুর্গত এলাকায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
কান্ডারী : স্বেচ্ছাসেবী সংগঠন কান্ডারীর ব্যবস্থাপনায় সিলেটের বন্যাদুর্গত এলাকায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কান্ডারীর সিলেট প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম তুষারের নেতৃত্বে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পিয়াজ ও শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলো কাওছার আহমেদ কাইফ, অপূর্ব দাস, মৃদুল প্রমুখ।
কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব : সিলেটের বন্যদুর্গতদের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর ও নগর যুবলীগের সাবেক সদস্য হাসান মুরাদ বিপ্লব। সিলেটের কুড়িগ্রামের উলিয়াপুর উপজেলার ২নং ইউনিয়ন দলদিয়া গ্রাম, রাতদেব, গফুরা, টুটা পাইকর, বোলদ্বারের পাড় বন্যার্ত মানুষের জন্য এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর ও নগর যুবলীগের সাবেক সদস্য হাসান মুরাদ বিপ্লব, ২নং দলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী সরকার, ইউনিয়ন যুবলীগ সভাপতি নুর আমিন সরকার, যুবলীগ নেতা মাঈদুল ইসলাম, ইউপি সদস্য নুরজামান, আবদুর রাজ্জাক, নগর যুবলীগের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন সাকু, নঈমউদ্দিন খান, তানভীর আহমেদ রিংকু, জসিম উদ্দিন মিঠুন, মো. জাহাঙীর আলম, আতিকুর রহমান, আব্দুল মতিন, মো. এনাম, মো. সোহেল হক, ছাত্রলীগ নেতা শফিউল আলম জনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সালাউদ্দিন, কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা মো. সৈকত, মো. সৌরভ, রিয়াদ।
এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন : গতকাল শনিবার বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিলেটের গোইয়াইনঘাট ফতেপুর ইউনিয়নের দারিদ্র পীড়িত বাসাবাড়ি এলাকার রামনগর প্রাথমিক বিদ্যালয়ে আশপাশের গ্রাম থেকে আগত শত শত অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এ সময় স্থানীয় প্রশাসনের সহায়তায় ৪ শতাধিক বন্যার্ত প্রতিটি পরিবারের হাতে ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন, ৩১২ গ্রাম বঙ ডানো গুড়া দুধ, ২০টা ওরাল স্যালাইন, ৫০টা পানি পরিস্কারক ট্যাবলেট, ১টা স্যাভলন সাবান তুলে দেওয়া হয় এবং আগামীকাল গোয়াইনঘাটের রুস্তমপুরে ৬ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যাদুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ নিম্ন আয়ের মানুষগুলোর জীবন। বিপর্যস্ত এই স্বল্প আয়ের মানুষগুলোর জন্য কিছুটা স্বস্তি দিতে খাদ্য সামগ্রী প্রদান করায় এঙ নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছে বক্তারা। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এঙ নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. দলিলুর রহমান, মহাসচিব ডা. মতিয়ার হোসেন, ট্রেজারার আসিফুর রহমান, নির্বাহী সদস্য আখলাক আহমেদ রিয়াদ, সিলেট জালালাবাদ পঙ্গু হাসপাতালের কনসালটেন্ট ডা. সাইদুর রহমান, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম মাস্টার, বিট অফিসার সাব ইনস্পেক্টর অজয় শংকর, ইউপি সদস্য ফখর উদ্দিন প্রমুখ।
ইয়াং বয়েজ : সিলেটের বন্যাদুর্গত সাড়ে তিনশ পরিবারের মাঝে চট্টগ্রামের সামাজিক সংগঠন ইয়াং বয়েজের পক্ষ থেকে গত ১ জুলাই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আবু নাছের জুয়েলের উদ্যোগে প্রায় লক্ষাধিক টাকায় সাড়ে তিনশ পরিবারকে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। সিলেটের মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়নের মুর্তি, মালাকান্দি, সমসপুর, মিরার গাঁও গ্রামে দুই দিনব্যাপী এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেলওয়ে শ্রমিক লীগ জেটি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দীন স্বপন, যুবনেতা মো. সোহেল, ওমর ফারুক মুন্না, জটিল মজুমদার, মো. নয়ন, হারুন রশিদ হিরু, ছাত্রনেতা মো. রাহাত, আউয়াল খান শাহীন। স্থানীয়দের মধ্যে সার্বিক সহযোগিতা করেন এডভোকেট মুনতাজিত সিদরাত নাফি, এডভোকেট আব্দুস সামাদ, শ্রমিক নেতা মেহেদি হাসান কামরান, যুবনেতা মিহির, ছাত্রনেতা মাহবুব, সায়েম, পাবেল। ত্রাণসামগ্রী বিতরণকালে আবু নাছের জুয়েল বলেন, বন্যাদুর্গত এলাকার ভয়াবহ পরিস্থিতি নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমরা সবার প্রতি অনুরোধ করবো যার যতুটুকু সম্ভব তাই দিয়ে মানুষের পাশে দাঁড়ান।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত : আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদাশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলার (মু.জি.আ) পক্ষ থেকে শাহ্জাদা সৈয়দ তাওসিফুল হুদার নেতৃত্বে ৩০ জুন সকালে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের কান্দিগাঁও, বাঘার পাড়, মোল্লারগাঁও, ঘোপাল এলাকায় ১০০০ (এক হাজার) বানভাসীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুল হক চিশতি, মুহাম্মদ জুরু মিয়া, মুহাম্মদ জামশেদ খান, মুহাম্মদ শাহ্ জালাল, ডাক্তার মুহাম্মদ বোরহান, মুহাম্মদ জুম্মান আহম্মদ রাহিম, হাফেজ মুহাম্মদ জাহের, মুহাম্মদ আবুল কাশেম, মুহাম্মদ সাদ্দাম হোসেন।
শীতোষ্ণ : চন্দনাইশ প্রতিনিধি জানান, দোহাজারী পৌরসভার মানবিক সংগঠন শীতোষ্ণর উদ্যোগে সিলেটে বন্যার্তদের মাঝে ৪ লক্ষাধিক টাকা মূল্যের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিগত এক সপ্তাহ ধরে দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী, কেরানীহাট, পদুয়া, লোহাগাড়াসহ বিভিন্ন এলাকায় শীতোষ্ণর সদস্যরা হ্যান্ড মাইক, ফ্যাস্টুন ও ডোনেশন বঙ হাতে নিয়ে হেঁটে হেঁটে এসব টাকা উত্তোলন করে ত্রাণ তহবিল গঠন করেন। গত ২৮ জুন ত্রাণসামগ্রী নিয়ে সিলেটের উদ্যেশ্যে রওনা হয় টিম শীতোষ্ণর সদস্যরা। সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার বর্ডার সাইডের প্রত্যন্ত অঞ্চল উত্তর শ্রীপুর ইউনিয়নের গোলকপুর, নতুন বাজার, দুধের আটা, বালিয়া ঘাট, বানিয়া গাঁও, তেলি গাঁও, পূর্ব মধ্য এবং পশ্চিম পাড়া, বুড়া ঘাট, জামাল পুর, মায়া বন্ধ, শ্রীপুর, মদনপুরসহ ১৩টি বন্যাদুর্গত গ্রামের সহস্রাধিক মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। একই সাথে বন্যাদুর্গতদের ফ্রী চিকিৎসা, ওষুধ এবং বস্ত্রও বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের এডভাইজার ডা. শহিদুল্লাহ কাউছার শুভ, ডা. প্রদীপ পাল, শীতোষ্ণ এডমিন ডা. এইচ এম সাফিউল্লাহ নোমান, সদস্য নওশাদ, আব্দুল সবুর, আমির ইব্রাহিম, সোহাগ, বাপ্পি, শুভ, সাকিব, শাহরিয়ার, তানভীর, শামসুদ্দিন, হাবিবুল্লাহ ও সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন মো. জাবের বিন রহমান আরজু প্রমুখ।
আল-হাসনাইন ফাউন্ডেশন : সম্প্রতি দুস্থ পীড়িত আর্ত মানাবতার সেবায় নিয়োজিত সংস্থা আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ১২ দিনব্যাপী সিলেট সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে রানা করা খাবার ওষুধসহ সাধ্যমতো নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী সহ ফাউন্ডেশনের অন্যন্য সদস্যমন্ডলী।