সিলেটে আরো ৩০ হাজার কেজি ত্রাণ দেবেন ফারাজ করিম

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

সিলেট ও সুনামগঞ্জের দুর্গম এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ৩০ লাখ টাকার ত্রাণ বিতরণ করে এসে আবার ৩০ হাজার কেজি খাদ্যসামগ্রী নিয়ে সিলেট যাচ্ছেন রাউজানের এমপিপুত্র ফারাজ করিম চৌধুরী। গত সপ্তাহে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী নিয়ে তিনি সুনামগঞ্জের তাহিরপুরে গিয়ে ত্রাণ কার্যক্রম চালান।

ফারাজের ত্রাণ কার্যক্রমের সমন্বয়কারী সুমন দে বলেন, ফারাজের নেতৃত্বে তারা সেখানে দুর্গম পাড়া গ্রামে নৌকা ও ট্রলার নিয়ে পানিতে ভাসমান দুর্গত মানুষের মাঝে ২৫ লাখ টাকার ত্রাণ পৌঁছে দিয়েছেন। সেন্ট্রাল বয়েজের সভাপতি সাইদুল ইসলাম বলেছেন, গভীর রাত পর্যন্ত ট্রলারে অবস্থান করে ফারাজ করিম চৌধুরী দুর্গতদের হাতে ত্রাণ তুলে নিয়েছেন।

তিনি তাহিরপুর গ্রামের সহায় সম্বলহারা ভাসমান মানুষকে আশ্বস্ত করেছেন ত্রাণ প্রদানের পাশাপাশি বন্যার পানি নেমে গেলে তাদের নতুন ঘর করে দেবেন। সেই প্রতিশ্রুতির আলোকে তিনি আবারো ত্রাণ নিয়ে যাচ্ছেন তাহিরপুরে। ঘর তৈরির মত পরিবেশ সৃষ্টি হলে নতুন ঘর তৈরি করে দেয়ার প্রক্রিয়া শুরু হবে। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ফারাজ করিম চৌধুরী ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

তিনি রাষ্ট্রদূতকে সিলেট অঞ্চলে বন্যা কবলিত মানুষের মানবেতর জীবন যাপনের চিত্র তুলে ধরে ত্রাণ বিতরণ সময়ে দেখা নিজের অভিজ্ঞতার কথা জানান। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান বন্যাদুর্গতদের অবর্ণনীয় দুর্দশার কথা শুনে আগামী ২৯ জুন তাকে নিয়ে সেখানে ত্রাণ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি ইইই বিভাগের প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কমিউনিটি ক্লিনিকে সেবার মান যাচাই বিষয়ক সভা