বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেডের ৩৬ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আলম শামীমের সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লাইভ ওয়েবকাস্টে সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম হাবিব উল্ল্যাহ, পরিচালক মো. আমিন, মো. আলী মরতুজা, মো. এমরানুল হক, জোবেদা খানম শাফী, মোহাম্মদ মহসিন সাকি এবং নুরে হাবিব নোমান। এছাড়া ইঞ্জিনিয়ার আ ফ ম ইসহাক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজবাহুর রাহমান, কে. এম. হাসান, মো. আমিরুল ইসলাম, খাজা মঈন উদ্দিন হোসেন এবং মোহাম্মদ আবু তালেব উপস্থিত ছিলেন। কোম্পানি সচিব খাজা মঈন উদ্দিন হোসেনের সঞ্চালনায় প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করা হয়। উক্ত সভায় অংশগ্রহণকারী সাধারণ শেয়ারহোল্ডারবৃন্দ এজিএম লিংকে প্রবেশের মাধ্যমে সভা শুরুর ২৪ ঘণ্টা পূর্ব থেকে সভা চলাকালীন সময় পর্যন্ত কোম্পানির সার্বিক বিষয়ে তাঁদের প্রশ্ন ও মতামত পেশ করেন। এছাড়া স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের মাধ্যমে কোম্পানির ৩৬ তম বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচী সমূহের অনুমোদন করেন।
শেয়ারহোল্ডারদের বিপুল পরিমাণ ভোট প্রদানের মাধ্যমে ১০% স্টক ডিভিডেন্ট অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্ন ও মতামতের ভিত্তিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম হাবিব উল্ল্যাহ তার বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।