বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দৈনিক আজাদী আয়োজিত সিপিডিএল-দৈনিক আজাদী বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার নক আউট পর্বে চতুর্থ দিনের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার রাতে দৈনিক আজাদী প্রাঙ্গণে বিপুল সংখ্যক অংশগ্রহনকারীর উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়।
লটারীর মাধ্যমে প্রথম পুরস্কার এলইডি টিভি লাভ করেন ইমরান, দ্বিতীয় পুরস্কার ডিনার সেট পান মাহবুব, তৃতীয় পুরস্কার ব্লেন্ডার পান প্রনবেশ কুমার বিশ্বাস।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিপিডিএল এর অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. আবু সুফিয়ান ভুঁইয়া।