পুরানো পিঠের ইনজুরি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে তামিম ইকবালের। তাই কয়দিন ছিলেন বিশ্রামে। অনুশীলনের সময় একটু পরপরই পিঠে হাত দিচ্ছিলেন। ব্যথায় দীর্ঘশ্বাস ছাড়তেও দেখা যাচ্ছিল প্রায়ই। অনুশীলনে নেমে ওয়ার্ম–আপ এবং ফিল্ডিং করেছেন। এরপর ব্যাটিংয়ে গিয়ে ব্যথা অনুভব করতে থাকেন বাঁহাতি ওপেনার। এক পর্যায়ে তাকে ছেড়ে আসতে হয় অনুশীলনও। আগে থেকেই পিঠের ব্যথায় ভোগা তামিম কি শেষ অবধি খেলবেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান অনুশীলন না করলে ব্যথা কোন পর্যায়ে বোঝা যাবে না। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাকে ফিজিও এবং কোচরা দেখছেন। এখন ম্যাচের আগের দিন তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গতকাল রোববার শুরু হয়েছে বাংলাদেশের টেস্ট স্কোয়াডের আনুষ্ঠানিক অনুশীলন। অনানুষ্ঠানিকভাবে অনুশীলন চলাকালে জিম করার সময় এই ব্যথা ফিরে আসায় কয়েক দিন ধরে ব্যাটিং করছিলেন না তামিম। কিন্তু গতকাল তিনি ব্যাট হাতে নেন আবার। এর আগে ছিল ফিল্ডিং সেশন। কোমরের ব্যথার সতর্কতার কারণে এ দিন ফিল্ডিং অনুশীলন করার কথা ছিল না তামিমের। তবে দলে ট্রেনার নিক লির পরামর্শে ক্যাচিংয়ে নামেন তিনি। ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটের ছোড়া একটি বল ধরতে গিয়ে আবার অনুভব করেন ব্যথা। তার অভিব্যক্তিতে তখন স্পষ্ট যন্ত্রণার ছাপ। এর পরপরই শেষ হয়ে যায় তামিমের মিনিট পাঁচেকের ফিল্ডিং সেশন।
এরপর ড্রেসিং রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ইনডোরের বাইরের নেটে অনুশীলনে যান তামিম। সেখানে প্রায় আধ ঘণ্টার সেশনে বারবার ব্যথায় ভুগে পিঠে হাত দিতে দেখা যায় তাকে। নেটে শুরুতে তিনি ব্যাট করেন আর্ম থ্রোয়ারে। পরে পেসারদের নেটে গিয়ে তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও এক নেট বোলারের বিপক্ষে খেলতে শুরু তামিম। তাদের জন্যও ছিল ফুল লেংথে বল করার নির্দেশনা। কিছুটা লাফিয়ে ওঠা একটি ডেলিভারি ব্যাকফুট পাঞ্চ করতেই পিঠের ব্যথা অনুভব করেন তামিম। সবশেষে স্পিনারদের নেটে তাইজুল ইসলাম ও মিরাজকে ভালোভাবেই সামলাচ্ছিলেন তিনি। দুজনই টানা ফুল লেংথে বোলিং করছিলেন। হঠাৎই মিরাজের খাটো লেংথের ডেলিভারিতে পুল করতে গিয়ে বাধে বিপত্তি। তীব্র ব্যথায় কুকড়ে ওঠেন তিনি। ব্যাটিং সেশনের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তামিমের টেস্ট খেলার সম্ভাবনা নিয়ে।
ব্যথা নিয়ন্ত্রণে থাকলে আজ সোমবার আরও একবার তিনি নেটে ব্যাটিং করবেন বলে জানা গেছে। এরপর ইনজুরির অবস্থা পর্যবেক্ষণ করবে বিসিবির মেডিকেল বিভাগ। তামিমের ইনজুরির কারনে তাকে নিয়ে বেড়েছে দুশ্চিন্তা। তাই তাকে নিয়ে সিদ্ধান্ত নিতে অপেক্ষা করতে চান ম্যাচের আগেরদিন পর্যন্ত।