সিকিউর ইসলাম ভিউ ফ্ল্যাট বিক্রয় মেলার উদ্বোধন

| শুক্রবার , ১৬ ডিসেম্বর, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

নগরীর মেহেদীবাগ রোডের সিকিউর প্রপার্টি মেনেজমেন্ট লিমিটেডের প্রকল্প সিকিউর ইসলাম ভিউ এর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রকল্পটির বিক্রয় মেলা উদ্বোধন করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোরসেদুল হাসান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইয়াছিন হান্নান, ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. মমিনুর রশিদ, ভূমি মালিক আজাদুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকল্পটি আগামী ১৮ মাসের মধ্যে গ্রাহকদের মাঝে হস্তান্তরের লক্ষ্যে একদল দক্ষ প্রকৌশলীর তত্ত্বাবধানে মেহেদীবাগ এলাকায় গড়ে উঠছে একটি আবাসিক এপার্টমেন্ট। ৯ তলা বিশিষ্ট এপার্টমেন্টটিতে রয়েছে মোট ১৬টি ফ্ল্যাট। ১৫৩৫ ও ৩০৬৫ বর্গফুট বিশিষ্ট প্রত্যেকটি ফ্ল্যাটে ক্রস ভেন্টিলেশনের সুবিধাসহ রয়েছে ৩ বেড, ৩ বাথ, ৩ বারান্দা, আলাদা আলাদা ড্রয়িং-ডাইনিং, কিচেনসহ খোলামেলা লবি, ছাদে রয়েছে পার্টি হল, বাচ্চাদের খেলাধুলার জায়গা ও ব্যায়ামাগার।

উন্নতমানের বিল্ডিং মেটারিয়েলস, সুপ্রশস্ত লিফট, সর্বোচ্চ কোয়ালিটির জেনারেটর, সিসিটিভিসহ সর্বাধুনিক সকল সুযোগ সুবিধার গ্যরান্টি থাকছে। এছাড়া নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় ১৮০০ বর্গফুটের, খুলশী গ্রীন হাউজিং সোসাইটি (এয়াকুব ফিউচার পার্ক) এলাকায় ১৬২০,১৬৪০,১৬৮৬ বর্গফুটের, ভূইয়া গল্লির জাকির হোসেন রোডে ১৪০০/২৮০০ বর্গফুটের, হালিশহর কে ব্লকে ২২০০ বর্গফুটের ফ্ল্যাটের কাজ নির্মাণাধীন রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণের দাবি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার