চট্টগ্রামের বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণের দাবি

লেডিস ক্লাবের সভায় বক্তারা

| শুক্রবার , ১৬ ডিসেম্বর, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক সভা ক্লাব সভানেত্রী খালেদা আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বোরহানা কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রাক্তন সভানেত্রী জিনাত আজম, সহ সভানেত্রী পারভিন জালাল, সহ সভানেত্রী পারভিন চৌধুরী, সহ সম্পাদিকা আক্তার বানু ফ্যান্সী, কোষাধ্যক্ষ সৈয়দা শামীম কাদের সুরমা, সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আকতার বারী, সদস্যা রওশন আরা ইউসুফ, রোকেয়া চৌধুরী, সাকেরা সাদেক, নাজনীন আরা, মরিয়ম বেগম মিনা, নাছিমা শওকত, লায়লা ইব্রাহিম বানু, অধ্যাপক আলেয়া চৌধুরী, মাইনু নিজাম, মর্জিনা আখতার, ফারাহ সুলতানা শহীদ।

সভার দ্বিতীয় পর্বে বেগম রোকয়া দিবসের উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। সভায় বেগম রোকেয়া পদক ২০২২ প্রাপ্তিতে অধ্যাপক কামরুন নাহার বেগম এডভোকেটকে অভিনন্দন জানানো হয়।

আলোচকরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, রাজাকার, আলশামসরা তাদের পরাজয় নিশ্চিত জেনে দেশের মেধাবী সূর্য সন্তানদের হত্যা করে। তারা বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা করে। তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণের জন্য প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

এ কাজটি করতে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে। আমাদের মনে রাখতে হবে, বুদ্ধিজীবী হত্যা ও ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একই কুচক্রীমহলের কাজ। বক্তারা জেলা পরিষদের মাধ্যমে চট্টগ্রামের বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবসের প্রত্যাশা গণতান্ত্রিক ধারা
পরবর্তী নিবন্ধসিকিউর ইসলাম ভিউ ফ্ল্যাট বিক্রয় মেলার উদ্বোধন