সিওসি’৮৬’র বর্ষপূর্তিতে লালখানবাজারস্থ নিউরালে আহ্বায়ক মনজুর মোর্শেদ ফিরোজের সভাপতিত্বে গত ৩০ সেপ্টেম্বর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর উন্নয়নে চসিকের গৃহীত নানা পদক্ষেপের জন্য মেয়রকে সাধুবাদ জানানো হয়। নগরীতে শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। বিমানবন্দর পর্যন্ত সংযুক্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন করে নাগরিক ভোগান্তি কমানোর আহবান জানান বক্তারা। মনজুর মোর্শেদ ফিরোজ আরো বলেন আমাদের মেয়েরা সাফ জয় করেছে এতে চট্টগ্রামের মেয়েদেরকে দৈনিক আজাদী যে সংবর্ধনা ও পুরস্কৃত করেছেন এতে বৃহত্তর চট্টগ্রামবাসী দৈনিক আজাদীর কাছে কৃতজ্ঞ। সভায় সিওসি’৮৬ এর পক্ষ থেকে কৃতী সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী মুহাম্মদ হান্নান চৌধুরী, ডা. আবু তোহা মুহাম্মদ রিজোয়ানুল হক ভূঁইয়া, প্রকৌশলী শহীদুল আলম, ডা. অসীম চৌধুরী, প্রকৌশলী আনোয়ারুল হক রতন, ডা. আশরাফুল করিম, ডা. হাসান মুরাদ, অধ্যাপক বিজয় ভৌমিক, মহসিনুল কাদের, আশফাকুর রহমান বিপ্লব, আবুল কালাম আজাদ কিরন, আসাদ জামান, সৈয়দ মুহম্মদ রিদুয়ান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।