চট্টগ্রাম স্টক এঙচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের হয়েছে ৯১.৩৮ কোটি টাকা। মোট ২২,২৫৩টি লেনদেনের মাধ্যমে মোট ২.১৮ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১.৬৫ পয়েন্ট কমে দাঁড়ায় ২১,৩২৩.১০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৪.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৬১.০৭-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেঙ ০.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৮.৪৮-তে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৫০২,৩২৪.৪৭ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৪,৭৩২.৫৯ কোটি টাকায়। সিএসইতে ৩৫২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩১৩টির। এর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৬৮টির। অপরিবর্তিত রয়েছে ৩৭টির।