চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন ৭.০২ কোটি টাকা। ৩,৭৬৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৪৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৪১৯.৬২ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৩০.০৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৭১.১০ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৬.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,১৩৫.৮৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৭,২৯৬.৯১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১০,১৯৪.৭০ কোটি টাকায়। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৪ টির, কমেছে ১৩ টির আর অপরিবর্তিত রয়েছে ১১৪ টির।