চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬.১৩ কোটি টাকা। ৩,০৫২ টি লেনদেনের মাধ্যমে মোট ৬১.৩১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৮.৪৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,০১৩.৭৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৮.৪৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৬৫.১৬ তে । এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৭০ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪৫.৩৫ পয়েন্টে । সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৯.৮০ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯৬২.৯৯ পয়েন্ট। আজ দিন শেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৭২১,৭৩৭.৫১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,২৯৯.৬১ কোটি টাকা। সিএসই’তে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ২৪৯টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৫টির, দাম কমেছে ৯৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।