সিএসইতে লেনদেন ৩.৮৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার লেনদেন ৩.৮৪ কোটি টাকা। ১,৫১১ টি লেনদেনের মাধ্যমে মোট ৫.৮৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৪২৭.৯৫ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩২৬.০৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৬৪.৮২ পয়েন্টে।

সিএসইএসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক পয়েন্ট ৩৮.৬৩ কমে দাঁড়িয়েছে ১,৭৬৮.৫৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫১,৫৪৫.৭৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৪,০৮৪.৭০ কোটি টাকায়।

সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১১৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ২২ টির, কমেছে ৫৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৪১ টির ।

পূর্ববর্তী নিবন্ধরিপনের ঝড়ো ব্যাটিংয়ে টানা পঞ্চম জয় আবাহনীর
পরবর্তী নিবন্ধবিনা বেতনে কাজ করবেন শেহবাজ ও ১৪ মন্ত্রী!