চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের হয়েছে ৩১.২৬ কোটি টাকা। মোট ১২,৩০১টি লেনদেনের মাধ্যমে মোট ১.১০ কোটি শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২১৬.৫৩ পয়েন্ট কমে দাঁড়ায় ২০,১৮৭.৬২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৭.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫,০০.৪৪-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১৩.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২,৬১.৬৩ পয়েন্টে। সিএসইএসমেক্স সূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ৬৮৯.৩৭ পয়েন্টে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮১,৯১১.৭৬ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৫,৪৩০.২০ কোটি টাকায়। সিএসইতে ৩৬৪ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৮টির। এর মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ২০১টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টির। প্রেস বিজ্ঞপ্তি।