১০০ কোটি মানুষের মুখ মুছে ফেলছে ফেসবুক!

| বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ১:০১ অপরাহ্ণ

ফেসবুক নিজেদের ফেসিয়াল রেকগনিশন সিস্টেম বন্ধ করে দিচ্ছে। এ বিষয়ে স্থানীয় সময় মঙ্গলবার সংস্থাটি জানায়, এ পরিবর্তনটি এক বিলিয়ন বা ১০০ কোটি ব্যবহারকারীকে প্রভাবিত করবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গোপনীয়তা রক্ষার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশের পর এই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের একজন মুখপাত্র বলেন, এই অপসারণ প্রক্রিয়াটি চলবে বিশ্বব্যাপী। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এটি সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বিবৃতি দিয়ে ফেসবুক জানায়, ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের এক তৃতীয়াংশেরও বেশি আমাদের ফেস রেকগনিশন সেটিং বেছে নিয়েছ এবং স্বীকৃত হতে সক্ষম হয়েছে। এ ব্যবস্থাটির অপসারণের জেরে এক বিলিয়নেরও বেশি মানুষের স্বতন্ত্র মুখের চিহ্নিতকরণের টেমপ্লেট মুছে ফেলা হবে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩১.২৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধআসিয়ানের দূতকে সু চির সঙ্গে দেখা করতে দেবে না মিয়ানমার