সিএসইতে লেনদেন ১২.৩৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১২.৩৪ কোটি টাকা। মোট ৩,০২৮টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৯০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪.৬৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৬৩১.৮৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৮২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৬.৩৯।

এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৩৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৭০.৭৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১.৪৯ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৯৯.৪১ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৬৬,৫০৪.০০ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৩৭৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৭টির। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ৮৪টির।