সিএসইতে লেনদেন ১২৬.১৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১২:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেন ১২৬.১৪ কোটি টাকা। ৯,৫৪২ টি লেনদেনের মাধ্যমে মোট ৪.৯৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬১.৮৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৯,১৮৩.০১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২০.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৮৮.৮০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর ১৪.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৩৪.৩৮ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক অপরিবর্তিত ছিলো যা হলো ২,৭৫৬.৪৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪২,০০০.৯২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯২,১৮৫.৫৯ কোটি টাকায়। সিএসইতে ৩৮৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৪ টির, কমেছে ৮৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৩ টির।

পূর্ববর্তী নিবন্ধকোয়ালিটি-উদয়নের পয়েন্ট ভাগাভাগি
পরবর্তী নিবন্ধইরানে বিক্ষোভ দমনে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের