চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেন ১০.০২ কোটি টাকা। ৬,৮১৭ টি লেনদেনের মাধ্যমে মোট ১১.৫৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৩১৮.৯১ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২০.৫২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৫৫.৪৫ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক অপরিবর্তিত ছিল ২,১২৪.৫৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৫,৮৫৭.৯৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১০,১৯৩.৭৫ কোটি টাকায়। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ২৮ টির, কমেছে ২৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৮২ টির ।