সিএমপির সাথে নগরের রথযাত্রা উদযাপন কমিটির সমন্বয় সভা

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

দামপাড়াস্থ পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে আগামী ২০ জুন অনুষ্ঠিতব্য জগন্নাথদেবের রথযাত্রা উদ্‌যাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় রথযাত্রা উদ্‌যাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নন্দনকানন তুলসীধাম পরিচালনা পরিষদ এবং ইসকন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদ্‌যাপনের লক্ষ্যে সিএমপি কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পালনীয় নির্দেশনা সম্পর্কে আলোচনা করা হয়। রথযাত্রায় পিকেট পার্টি, টহল পার্টি, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম, সোয়াট টিম, বম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত পোশাকি পুলিশ মোতায়েন থাকবে বলে সভায় অবহিত করা হয়।

সভায় সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তুলসীধাম পরিচালনা পরিষদের সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী, কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, অর্থ সম্পাদক বিধান ধর, সোনারাম ধর, ডা. বিবরণ দাশ, দুর্জয় ধর, চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল এবং রথযাত্রা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।