শত প্রতিকূলতা আর প্রতিবন্ধকতার মাঝেও চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) উচ্চশিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে নগরীর জামাল খানে অবস্থিত সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে ২৭তম সিন্ডিকেট সভায় সভাপতির বক্তব্যে এই কথা বলেন তিনি।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।
এতে শিক্ষাছুটি, সিলেকশন, ইউএমসি, অ্যাকাডেমিক কাউন্সিলের নানান সিদ্ধান্ত সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সিআইইউ’র রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় সিন্ডিকেট সভায় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ট্রাস্টি প্রকৌশলী আলী আহমেদ, ট্রাস্টি দিলরুবা আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুকেশ চন্দ্র বিশ্বাস, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, অধ্যাপক ড. নাঈম আবদুল্লাহ, অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের প্রমুখ।