সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, কিষোয়ান ও বনফুল গ্রুপের চেয়ারম্যান এম.এ মোতালেবের ব্যক্তিগত পক্ষ থেকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১১০টি পূজামণ্ডপের জন্য নগদ অনুদান বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ডাঃ রিটন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, বনফুল–কিষেয়ান গ্রুপের চেয়ারম্যান এম.এ মোতালেব। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় সারা বিশ্বে রোল মডেল। তাই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পুনরায় যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে সেজন্য নৌকা প্রতীকে ভোট প্রদান করতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানু্ল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি প্রসেনজিৎ পাল, সাবেক সভাপতি শিবুরঞ্জন পাল, সাবেক সভাপতি প্রকৌশলী রতন দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ–সভাপতি মৃণাল কান্তি মিলন মেম্বার, সহ–সভাপতি মাস্টার রিটন বিশ্বাস, মাস্টার খোকন চন্দ্র নাথ, মিহির সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দাশ, অর্থ সম্পাদক প্রভাষক অনুপ কুমার দত্ত, সিনিয়র সদস্য মাস্টার সুমন মুজুমদারসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।