সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৪:৪১ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে মানিকগঞ্জের পুলিশ। খবর বিডিনিউজের।

পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন বলেন, মানিকগঞ্জ ডিবির একটি দল সাবেক সংসদ সদস্য দুর্জয়কে লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে জেলার দুটো থানায় দুটো মামলা রয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাব তলব করে দুদক। ৩ অক্টোবর তাদের দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। এরপর ১৮ ডিসেম্বর দুর্জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি বিরোধী সংস্থাটি।

পূর্ববর্তী নিবন্ধ৫ রানে ৭ উইকেটের পতন, বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের
পরবর্তী নিবন্ধ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসে সাধারণ ছুটি