ড্রামভর্তি পাঙাস মাছের গাড়ি ছিনতাইয়ের মামলায় কিশোরগঞ্জের বাজিতপুরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মফিজুর রহমান সুমন (৪৫) কিশোরগঞ্জ–৫ (বাজিতপুর–নিকলী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মজিবুর রহমান মঞ্জুর ছেলে। তার বড় ভাই মোস্তাফিজুর রহমান মামুন বিএনপি মনোনয়নের জন্য গণসংযোগ করছেন। গতকাল সোমবার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক সুব্রত সাহা আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত পরিদর্শক শামসুল আলম সিদ্দীকি জানান। খবর বিডিনিউজের।