সানোয়ারা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

| মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

সানোয়ারা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ শেখর দত্ত। প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ নুরুল ইসলাম বিএসসি। প্রধান অতিথি বাল্য বিবাহ রোধ ও ইভটিজিং রোধে করণীয় বিষয়ে আলোকপাত করেন। তিনি শিক্ষকদের পূর্ব প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে স্মার্ট নাগরিক গড়ে তোলার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী সদস্য মো. সেকান্দর, অভিভাবক সদস্য মো. ফারুক। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সঞ্জয় চৌধুরী,আব্দুল মালেক।উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. মহিউদ্দিন, মো. শাহাজাহান. সিনিয়র শিক্ষক নমিতা ভট্টাচার্য, সমীরণ কুমার নাথ, সুমন সেন, মো. নুুরুল ইসলাম, রূপালী রানী শীল, রওশন আক্তার, চুমকী চৌধুরী,মো. রফিক উল্লাহ, চন্দন কান্তি দাশ, মো. তাসফিকুল ইসলাম চৌধুরী, মো. মোহিম, প্রনব দাশ, মো. ওয়ারেছ আলী, মো. ইউনুছ নবী, ফারাজ আল মাহমুদ চৌধুরী, মো. আনোয়ারুল আজিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুমন সেন ও রূপালী রানী শীল। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে বিজনেস ফেয়ার
পরবর্তী নিবন্ধশিক্ষা আলোর সন্ধান দেয়