সানি গ্যাং ও পিচ্চি শাকিব গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি কিশোর গ্যাংয়ের ১১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একটি কিশোর গ্যাংয়ের দলপতিও রয়েছে। গত মঙ্গলবার ইফতারের পর থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বায়েজিদ ও পাহাড়তলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যরা হলেন বায়েজিদের সানি গ্রুপের প্রধান রিয়াজ উদ্দিন সানি (২৪), সাদ্দাম হোসেন (২০), আব্দুল মান্নান (২০), তানভীর (২০), সোহেল রানা (২১), রবিউল হোসেন (১৮), আল রাব্বি (২৪) এবং পিচ্চি শাকিব গ্যাং গ্রুপের মো. জসিম (২৫), মো. রাকিব (১৯), বেলাল মিয়া সাজু (২৩) এবং মো. সাকিব।

র‌্যাব জানিয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরিছিনতাই থেকে শুরু করে খুনসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে স্থানীয় এলাকার একটি চক্রের মদদ রয়েছে। ‘হিরোইজম’ প্রকাশ করতেও পাড়ামহল্লায় কিশোর গ্যাং গড়ে উঠছে।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গত মঙ্গলবার ইফতারের পর থেকে ভোররাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১১ জনকে গ্রেপ্তার করা হয়। সানি গ্যাংয়ের সাত জন এবং পিচ্চি সাকিব গ্যাংয়ের চারজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বায়েজিদ এলাকায় সানি গ্যাং মারামারি, ছিনতাই, চাঁদাবাজী ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এই গ্যাংটির লিডার রিয়াজ উদ্দিন সানি বায়েজিদ এলাকার একটি হত্যা মামলার আসামি। তিনি জামিনে এসেও এই গ্যাংয়ের মাধ্যমে প্রভাব বিস্তারসহ বিভিন্ন সময় এলাকায় শান্তিশৃঙ্খলা বিঘ্ন করার সঙ্গে জড়িত। এই গ্যাংয়ের সদস্যরা সকলেই মাদকাসক্ত বলে জানা যায়। গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্য রিয়াজ উদ্দিন সানি, তানভীর এবং আল রাব্বির নামে নগরের বায়েজিদ বোস্তামী থানায় মামলা রয়েছে।

তিনি আরও জানান, পিচ্চি শাকিব গ্যাং নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় ছিনতাই, চাদাবাজি এবং মারামারি, জমি দখল করার মতো অপকর্মে লিপ্ত। তবে এদের মূল কার্যক্রম হলো সন্ধ্যার পর একত্রিত হয়ে রাস্তায় চলাচলকারী মানুষের কাছে থেকে ছিনতাই করা। এরা বিভিন্ন দোকানদারদের কাছে চাঁদাও আদায় করত। এদের ভয়ে এলাকার মানুষ স্বাভাবিক কার্যক্রম করতে পারতেন না। এ গ্যাংয়ের গ্রেপ্তার সাকিব, জসিম, রাকিব এবং বেলালের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারির মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ পালিত
পরবর্তী নিবন্ধসংসদের সুবর্ণজয়ন্তীর বিশেষ অধিবেশন আজ থেকে