দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত মো. হারুনকে(৩৯) অস্ত্র সহ গ্রেফতার করেছে ১৬ এপিবিএন সদস্যরা।
আজ শুক্রবার (১৫ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিঃ ক্যাম্পের সি-ব্লকস্থ, ৮১৩ নং শেড থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সি-ব্লকের ৮১৩নং শেডের ২নং রুমের ফজল আহাম্মেদের ছেলে মো. হারুন হত্যা, ডাকাতি, দস্যুতা, অস্ত্র এবং মাদকসহ ৭টি মামলার এজাহারনামীয় আসামী।
১৬ এপিবিএন সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. তারেক সেকান্দারের নেতৃত্বে ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে ১টি দেশীয় শার্টারগান ও ১টি ৩ ফুট ১০ ইঞ্চি দৈর্ঘ্যের তলোয়ারসহ সালমান শাহ গ্রুপের দুর্ধর্ষ সন্ত্রাসী মো. হারুন প্রকাশ হারুন ডাকাতকে আটক করে।
১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, “ধৃত হারুন হত্যা, ডাকাতি, দস্যুতা, অস্ত্র এবং মাদকসহ ৭টি মামলার এজাহারনামীয় পলাতক আসামী। তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”
বর্তমানে ক্যাম্প এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নজরাধীন রয়েছে বলেও জানান তিনি।