নগরীর ইপিজেড এলাকা থেকে মো. আব্দুল মালেক নামের ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ। গতকাল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্তী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে ১৫ গ্রাম মাদকদ্রব্য হেরোইন নিজ হেফাজতে রাখার অপরাধে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। সাজার আদেশ প্রাপ্ত হয়ে দীর্ঘ ৭ বছর তিনি পলাতক ছিলেন।












